প্রিন্ট এর তারিখঃ May 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2025 ইং
আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-৩ এর পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত ২ দিনব্যাপী লিট ফিয়েস্তা সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল মোঃ আব্দুর রউফ তাপাদার। সূচনা বক্তব্য রাখেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা।
শিক্ষা বিভাগের শিক্ষার্থী দিবা সিনহা ও নওয়াফ আবদুস সালেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি এর ডাইরেক্টর মোঃ জাকারিয়া হাবিব, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান আবু সায়ীদ মুহাম্মদ আবদুল্লাহ, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শান্তা ইয়াসমিন, টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসান আবেদীন জায়গীরদার। ক্লাবের প্রেসিডেন্ট হুমায়রা ফেরদৌসের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২ দিনব্যাপী আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত লিট ফিয়েস্তা সিজন-৩ উৎসবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল- কুইজ কনটেস্ট, ফিকশন রাইটিং, টাং টুইস্টার চ্যালেঞ্জ এবং হটসিট চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com